Header Ads

Header ADS

ঈমানদাররা একটি দেহের মতো

নুমান ইবনে বাশির রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, তুমি ঈমানদারদের তাদের পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়া-অনুগ্রহের ক্ষেত্রে একটি দেহের মতো দেখবে। যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর তার জন্য বিনিদ্র ও জ্বরে আক্রান্ত হয়।

বুখারি, মুসলিম, মিশকাত হা-৪৯৫৩

No comments

Powered by Blogger.