আল ইনসায়্যাহ
আপনি মুসলিম হন কিংবা কাফির,মুমিন হন বা মুশরিক ইসলাম আপনাকে বিবেচনা করে একজন সৃষ্টির সেরা জীব হিসেব।
হাদিসে বণির্ত আছে -
একবার বিশ্বনবি সা: সাহাবিদের সঙ্গে বসা ছিলেন। তখন তাদের সামনে দিয়ে একজন ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। বিশ্বনবী সা: দাড়িয়ে গেলেন। তাকে দেখে সাহাবিরাও দাড়িয়ে গেলেন। সাহাবিরা বুঝতে পারলেন লাশটি একজন ইহুদির। তারা রাসুল সা: কে বললেন -এটা তো একটা ইহুদির লাশ(আপনি ইহুদির লাশের সম্মানাথে দাড়ালেন) রাসুল সা: বললেন- সে কি একজন মানুষ নয়?
(সহিহ বুখারি:১৩১২)
No comments