Header Ads

Header ADS

বন্যার জারি গান |Md. Kawser Hamid| কথা ও সুরঃ এস.এম কামাল হোসেন

 


বাংলাদেশে একটি নদীমাতৃক দেশ। আমাদের দেশে বিভিন্ন সময়ে বন্যায় কবলিত হয়ে আসছে। এ-র মধ্যে অন্যতম হলো ১৯৭৪,১৯৮৮,১৯৯১,১৯৯৫,১৯৯৮,২০০৪ সমসাময়িক প্রতি বছর কোনা না কোন অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে। ২০২২ সালে সিলেটের বন্যা ইতিহাসের পাতা লিখা থাকবে। সিলেটের মানুষ এযাবৎ কালে এমন বন্যা কেউ দেখেছে মনে হয় না। বন্যা নিয়ে অনেক কবি সাহিত্যক বিভিন্ন সময়ে অনেক কবিতা, গল্প লিখেছেন। এ-র ধারাবাহিকতায় ১৯৮৮ সালের বন্যাকে কেন্দ্র করে জারি গান লিখেন এসে. এম কমাল হোসেন ( মামা)। এ-ই জারি গান গেয়ে ১৯৯৯_২০০১ সালে স্কুেল,২০০৩ সালে কলেজে প্রথম স্থান অধিকার করেছি। বন্যাকবলিত সকল মানুষের প্রতি আল্লাহ রহম করুক। আমিন

No comments

Powered by Blogger.