Header Ads

Header ADS

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়

 

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়
কাজী নজরুল ইসলাম
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।। ধুলির ধরা বেহেশ্ত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।। আজকে যত পাপী তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।। নিখিল দরুদ পড়ে ল'ইয়ে ও নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।
#ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,#Islami Song #Nazrul Getti

1 comment:

  1. কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।

    ReplyDelete

Powered by Blogger.