আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনই হচ্ছে ইসলাম
ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আল-কোরআনের ঘোষণা: 'নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম' (সূরা আলে ইমরান ৩:১৯)। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সামাজিক সম্পর্ক নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এর বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলার এমন ঘোষণার পরও অনেকে অন্য ধর্মের পেছনে ছুটে চলে। ইসলাম ছাড়া মানুষের অন্য ধর্মের পেছনে ছুটে চলা সম্পর্কে মহান আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআনে। তাহলে কি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে?
‘তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা পরিবর্তে অন্য ধর্ম তথা জীবন ব্যবস্থা চায়? অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই স্বেচ্ছায়-অনিচ্ছায় তাঁর কাছে আত্মসমর্পণ করেছে! এবং তাঁরই কাছে তারা ফিরে যাবে।’ (সুরা আল-ইমরান : আয়াত ৮৩)
হে রাসুল! আপনি) বলে
দিন,
‘আমরা
আল্লাহতে
এবং
আমাদের
প্রতি
যা
অবতীর্ণ
হয়েছে
এবং
ইবরাহিম,
ইসমাঈল,
ইসহাক,
ইয়াকুব
ও তাঁর
বংশধরের
প্রতি
যা
অবতীর্ণ
হয়েছিল
এবং
যা
মুসা,
ঈসা
ও অন্যান্য
নবিগণকে
তাদের
প্রতিপালকের
কাছ
থেকে
দেওয়া
হয়েছে;
তাতে
বিশ্বাস
করি।
আমরা
তাদের
মধ্যে
কোনো
পার্থক্য
করি
না
এবং
আমরা
তাঁরই
কাছে
আত্মসমর্পণকারী।’ (সুরা আল-ইমরান : আয়াত ৮৪)
‘যে কেউ ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা অনুসন্ধান করবে, তার পক্ষ থেকে তা (অন্য কোনো জীবন ব্যবস্থা) কখনও গ্রহণ করা হবে না। আর সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত।’ (সুরা আল-ইমরান : আয়াত ৮৫)
ইচ্ছায় বা
অনিচ্ছায় আল্লাহর কাছে সব সৃষ্টিকেই আত্মসমৰ্পন করতে হয়। প্রতিটি সৃষ্টি জীবই আল্লাহর নিয়মের কাছে নতি স্বীকার করতে বাধ্য। কেননা তাকে অবশ্যই মরতে হবে। তাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে। তাকে অবশ্যই রোগ-বালাই এর সম্মুখীন হতে হবে, ইত্যাদি।
কিন্তু তারা সবাই তা
মন বা মুখে স্বীকার করতে চায় না। আবার স্বীকার করলেও আল্লাহর কাছে স্বতঃস্ফূর্তভাবে নতি স্বীকার করে না। সব সৃষ্টজীবই এ প্রকার আত্মসমর্পনের অধীন। এ ধরনের আত্মসমর্পনের মধ্যে কোনো সাওয়াব নেই।
আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে কবুল করার তাওফিক দান করুন। সব নবি-রাসুল ও আসমানি কিতাবের ওপর বিশ্বাস রাখার পাশাপাশি দুনিয়া ও পরকালের সঠিক পথ পেতে, শান্তি ও মুক্তির লক্ষ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি-রাসুল হিসেবে শুধু হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপরই বিশ্বাস স্থাপন করার তাওফিক দান করুন। শুধু কোরআনের বিধান মতো নিজেদের জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।
No comments