কালিমা
"তোমার কালিমা তোমার রুটি যোগায় ,
আমার কালিমা আমাকে ফাঁসিতে ঝুলায়"
বিশ্বব্যাপী সমাদৃত মিশরীয় ইসলামি চিন্তাবিদ এবং রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ কে ১৯৬৬সালের ২৯শে আগস্ট ফাঁসি দেওয়া হয়।
ফাঁসির রায় শুনে সাইয়্যেদ মিষ্টি হেসে বলে উঠলেন,
الحمدلله لقد علمت خمسة عشر عاما لنيل الشهادة -
❝আলহামদুলিল্লাহ! আমি (এই) শাহাদারষহ লাভের জন্য পনের বছর ধরে মেহনত করে এসেছি❞
- সাইয়েদ কুতুব শহীদ রহ.
সাইয়েদ কুতুবকে ফাঁসির কাষ্ঠে ওঠানোর আগে ওখানে ফুয়াদ আল্লাম নামে এক অফিসার ছিলেন। ফুয়াদ আল্লামও ক্ষমা প্রার্থনার প্রস্তাব রেখেছিলেন সাইয়েদ কুতুবের কাছে। বলেছিলেন, জনাব, আসলেই আপনাকে মুক্তি দানের অভিপ্রায় ছিল, আপনি মুখে একটু ক্ষমাপ্রার্থনা করবেন মাত্র।
তখনও কুতুবের প্রত্যাখানমূলক সুদৃঢ় জবাব ছিল। বলেছিলেন,
❝আল্লাহর রাস্তায় কাজ করে ফাঁসির কাষ্ঠে ঝুলছি, এ তো সৌভাগ্য, অন্যায়ের কাছে মাথা নত করে কেন আমার এ সৌভাগ্যকে আমি বিনষ্ট করব?❞
অফিসার আবার বলেন, জনাব, শুধু মিনতি করবেন একটু, আমি এখনই সরকারকে জানিয়ে দেবো। সাইয়েদ কুতুব উত্তরে বলেন,
❝কেন মিনতি করব? যদি আমি সৎভাবে দোষী সাব্যস্ত হয়ে থাকি, তাহলে আমি এই সিদ্ধান্তেই সন্তুষ্ট। আর যদি অন্যায়ভাবে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকি, তাহলে বাতিলের কাছে মিনতি করার নীচুতা থেকে আমি অনেক ঊর্ধ্বে!❞
No comments