মুমিনের বৈশিষ্ট্য
মুমিনদের বৈশিষ্ট্যঃ
১. কখনো অন্যের দোষারোপ করে না।
২. কারো নিন্দা করে না।
৩. অভিসম্পাত করে না।
৪. অশ্লিল কাজ করে না।
৫. কটুকথা বলে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না। তিরমিজী:-১৯৭৭
No comments