Header Ads

Header ADS

‘আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’

পৃথিবী এক মুসাফিরখানা; আসা-যাওয়াই এর চরম বাস্তবতা। এটি এমন একটি জায়গা, যেখানে অনাবিল সুখ কখনোই সম্ভব নয়। এখানে রয়েছে প্রচুর নিয়ামত, তবে তা নিয়ম মেনে মানুষের কাছে পৌঁছে। আছে স্বাধীনতা, কিন্তু তা লাগামছাড়া নয়। রবের এ দুনিয়ায় একটা নিয়মের মধ্য দিয়ে চলতে হয়, নিজেকে ভাঙা-গড়ার মধ্যে রাখতে হয়, অসীম দুনিয়ার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত করতে হয়। নিয়মের হেরফের হলেই শৃঙ্খলা ভেঙে পড়ে; পৃথিবী বসবাস অযোগ্য হয়ে ওঠে।

একটি বাসযোগ্য বসুধা নির্মাণে ইসলাম সন্দেহাতীতভাবে প্রমাণিত শাশ্বত প্রেসক্রিপশন; একই সাথে পরকালীন জীবনের চিরস্থায়ী সুখের একমাত্র গ্যারান্টি। সেই প্রেসক্রিপশন তুলে ধরার প্রয়াসের নাম-‘ম্যাসেজ : 

মাওলানা মিজানুর রহমান আযহারী



No comments

Powered by Blogger.